sliderস্থানীয়

কেরানীগঞ্জের ছুরিকাঘাতে রিকশা চালক নিহত আটক ২

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকায় রিকশা চালক কে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে ।

ছুরিকাঘাতে নিহত যুবকের নাম আফজাল (২৩), নিহত যুবক দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন খেজুরবাগ সাতপাখি এলাকার মনিরুজ্জামান এর ছেলে।

নিহত আফজাল আমিনপাড়া দরবার রোডে বিপুল মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন, নিহত রিকশা চালক আফজাল এক কন্যা সন্তানের জনক।

বুধবার সকাল সাতটার দিকে দক্ষিন কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এঘটনা ঘটে, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আফজালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫.৩০ টায় মৃত্যু কোলে ঢলে পরেন পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী সময়ে এ ঘটনা থানাপুলিশকে জানান আফজালের পরিবার। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তাৎখনিক ব্যবস্থা গ্রহন করেন এবং ঘটনায় জড়িত একজন কে আটক করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ , আটক ব্যক্তির নাম আল আমিন (৩২)। ইকুরিয়া ফাঁড়ির এস আই জাকির হোসেন জানান, নিহত আফজাল ও আটক হওয়া আল আমিন আগে একই জায়গায় ভাড়া ছিল,পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা যায়, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামী নিজেই এ হত্যার ঘটনার সাথে জড়িত বলে জানিয়েছেন ।

এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বৃহস্পতিবার (১০ আগষ্ট) ৩ জনকে আসামী করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা একটি হত্যা মামলা করেন, আসামীরা হলেন- ১) আল আমিন (৩২), ২) সীমা আক্তার (২৫), ৩) রোকসনা বেগম (২০)।

নিহত রিকশা চালক আফজালের পিতা মনিরুজ্জামান জানান আমার ছেলেকে হত্যার পরিকল্পনা মাফিক আসামী আল আমিনের শালি রোকসনাকে দিয়ে ডেকে নিয়ে যায়, আর সকাল থেকে আল আমিন আমার বাসার চারদিকে ঘোরাঘুরি করছিল পূর্বে তাদের সাথে কলহল ছিল কিনা তিনি জানে না।

নিহত আফজালের খালা লাকি বেগম জানান, আফজালের মা ছোটবেলায় মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেলে ছোট থেকে তিনি আফজালকে লালন পালন করেছেন, আফজাল বর্তমানে পরিবার নিয়ে তার সাথেই থাকে, আজ সকালে সাতটায় একটি ফোন পেয়ে আফজাল বাসা থেকে বেরিয়ে যায়। এরপর লোক মারফত খবর পাই আফজালকে কারা যেন ছুরিকাঘাত করেছে,আশেপাশের লোকজন তাকে নিয়ে হাসপাতালে গেছে। পরবর্তীতে আমরা হাসপাতালে ছুটে যাই, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এবিষয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান জানান, ঘটনাটি আমরা জানতে পেরে তাৎখনিক নিহতের স্বজনদের দেয়া তথ্যের ভিত্তিতে আমি সহ আমার ফোর্স গিয়ে ঘটনার সাথে জড়িত আল আমিন ও তার স্ত্রী সীমা আক্তার আটক করেছি,তিনি আরো জানান নিহত আফজাল এর সাথে পূর্বে আসামী আল আমিনের কলহছিল এ কারনেই হয়তো আসামী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এবং এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মােট ৩ জনকে আসামী করে মামলা করেছে তবে এঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button