বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ) সাজানো কাবিন ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তাদের দাবি, বর্তমানে দেশ-বিদেশ মিলিয়ে শতকরা ৮০ শতাংশ বাঙালি পুরুষ কাবিন বাণিজ্যের শিকার হচ্ছে। গতকাল রবিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ তথ্য জানান সংগঠনটির বক্তারা।
বিএমআরএফের আন্তর্জাতিক উপদেষ্টা জার্মান প্রবাসী প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেন, বর্তমানে দেশ-বিদেশ সকল স্থানেই উচ্চ কাবিনকে ঘিরে ব্যবসা চলছে। বিয়ের এক সপ্তাহের মাথায় মেয়ে তার পরিবারের কথায় তালাক দেয়। এরপর সাজানো কাবিন দাবি করে বসে তারা। এমনকি পরবর্তীতে আরেক বড়লোক ছেলেকে টার্গেট করে একই পদ্ধতি অবলম্বন করে টাকা হাতিয়ে নেয়।
এ ধরনের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এখন এটি এক প্রকার ব্যবসায় রূপ নিয়েছে। বর্তমানে দেশ-বিদেশ মিলিয়ে শতকরা ৮০ শতাংশ বাঙালি পুরুষ কাবিন বাণিজ্যের শিকার হচ্ছেন।
বিএমআরএফের চেয়ারম্যান শেখ খায়রুল আলম অভিযোগ করে বলেন, কিছু নারী বিয়ের নামে কাবিনের ব্যবসা করছে। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তারা। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইন নেই। তাই আইন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।
ইত্তেফাক