মহানগরশিরোনাম

করোনা নগরির প্রতিটি ওয়ার্ডে ঢুকে পড়েছে : গাসিক মেয়র

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নগরবাসীকে আবারো সাবধান হওয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। কারণ ইতিমধ্যে যা হওয়ার হয়ে গেছে, করোনা নগরির প্রতিটি ওয়ার্ডে ঢুকে পড়েছে।’
মেয়র মঙ্গলবার বাদ আসর টঙ্গী পাইলট স্কুল এণ্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া এবং টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি ‘কসিম উদ্দিন ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান এম.এম হেলাল উদ্দিনের মা মরহুমা মোছা. উজান বানুর জানাজায় শরিক হয়ে এসব কথা বলেন। উজান বানু মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মঙ্গলবার বাদ আসর টঙ্গী আউচপাড়া কসিম উদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত মরহুমার নামাজে জানাযায় গাসিক মেয়র ছাড়াও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেড মো. আজমত উল্লাহ খান, মরহুমা উজান বানুর বড় ছেলে টঙ্গী পাইলট স্কুল এণ্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া এবং ছোট ছেলে টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি টঙ্গীর ‘কসিম উদ্দিন ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান এম.এম হেলাল উদ্দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button