sliderস্থানীয়

কটিয়াদীতে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : রাত পোহালেই কিশোরগঞ্জের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কটিয়াদী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। চলছে সকল প্রকারের প্রস্তুতি। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। আর এ নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন কমিশন। শনিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি তামারা তাসবিহা ও উপজেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান ভোটের সরঞ্জাম কটিয়াদী বিভিন্ন কেন্দ্রে পাঠাচ্ছেন। কটিয়াদী উপজেলায় ২ লাখ ৭২ হাজার ৬’শ ৪৪ ভোটার সংখ্যা মোট ৯১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১০০ জন প্রিজাইডিং অফিসার, ৬৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ১ হাজার ২৯৫ জন পোলিং অফিসারদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুপুর ১টা থেকে নির্বাচনের সকল ধরণের সরঞ্জাম বুঝে নিয়ে পুলিশ ও আনসার প্রহরায় কেন্দ্রে রওয়ানা হয়েছে প্রিসাইডিং অফিসার গন। সন্ধ্যার আগেই সকল কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনি সরঞ্জাম। আর নির্বাচনে ভোট গ্রহণকে নির্ভিঘ্ন করতে পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসন নিয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যাবস্থা। বিভিন্ন স্থরে সাজিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। কেন্দ্রে কেন্দ্রে পাহাড়ার ব্যাবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসন ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান করছেন। তাছাড়া যে কোন অপ্রিতিকর ঘটনা প্রতিরোধে ভোটের দিন প্রতি কেন্দ্রে ১৫ জন আনসার ও একজন পুলিশ সদস্য প্রতি কেন্দ্রে মোট ১৬ জন করে নিয়েজিত থাকবেন। তাছাড়া ৪ জন মেজিস্ট্রেট এর নেতৃত্ব ৪টি মোবাইল টিম বিজিপি দুই প্লাটুন। এ ছাড়া ৩টি স্ট্রাইকিং ফোর্স ও ২টি রিজার্ভ ফোর্সের টিম নিয়োজিত থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে ভোট অনুষ্ঠিত । ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী কে নির্বাচন করবেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ইতোমধ্যে বিভিন্ন মালামাল বিতরণ করেছি। আজ সমস্ত মালামাল বিতরন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং প্রিসাইডিং অফিসারগণ সমস্ত মালামাল নিয়ে স্বস্ব ক্রেন্দ্র পৌছতে পারবে। এ ছাড়াও আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশাবাদী আগামী কাল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button