sliderস্থানিয়

কটিয়াদী-মটখোলা সড়কে বড় বড় গর্ত জনদুর্ভোগ চরমে

রতন ঘোষ কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী টু মটখোলা সড়কে, কটিয়াদী থেকে বেতাল বাজার পর্যন্ত অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো সড়ক জুড়েই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে রাস্তাটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জন গুরুত্বপূর্ণ এই সড়কে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার লোকজন গাজীপুর ঢাকায় যাতায়াতের জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ ও শিক্ষার্থী বিভিন্ন যানবাহনে চলাচল করে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া এই সড়কে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা।

সরেজমিনে দেখা গেছে কটিয়াদী থেকে ঢাকা পর্যন্ত সরাসরি সংযোগ সড়ক হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন স্কুল কলেজ ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীরা ও এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। জনবহুল এই রাস্তা জুড়েই পিচ উঠে গিয়ে অধিকাংশ স্থানে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্কুল শিক্ষার্থী মুক্তা আক্তার জানান প্রতিদিন স্কুলে যাতায়াত করা খুবই কষ্টকর। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে হাঁটাচলা কঠিন হয়ে পড়ে। বেতাল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জানান কটিয়াদী থেকে বেতাল বাজার পর্যন্ত সড়কে বড় বড় গর্ত, এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই ওই সড়কে দুর্ঘটনার স্বীকার হচ্ছে যাত্রীরা। তিনি এ রাস্তাটি দ্রুত সংস্কারের কাজ বাস্তবায়ন করে সাধারণ মানুষের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

কিশোরগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী, শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, অর্থ বরাদ্দের কাজ প্রক্রিয়া দিন, শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button