আল্লাহর নাম শুনলে আমি কিংবা আমার দলের কেউ মেজাজ হারান না। তাহলে ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মেজাজ হারাচ্ছেন৷ প্রাক্তন দলনেত্রীকে এভাবেই খোঁচা দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা অর্জুন সিং৷
‘জয় শ্রী রাম’ স্লোগান ঘিরে ভারতের রাজনীতি এখন উত্তপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে উঠছে সেই স্লোগান৷ এ ‘জয় শ্রী রাম’ শুনে একাধিকবার মেজাজ হারাতে দেখা গিয়েছে মমতাকে।
মমতার গাড়ির সামনে ‘জয় শ্রী রাম’স্লোগান দেওয়ার প্রতিবাদে ইতিমধ্যেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে৷
এছাড়াও বিজেপির ‘জয় শ্রী রাম’ স্লোগানের পাল্টা ‘জয় হিন্দ-জয় বাংলা’স্লোগান দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন মমতা৷
বিজেপিও সেটাকে ইস্যু করে মাঠে নেমে পড়েছে৷
বারাকপুরের সাংসদ অর্জুন সিং আগেই ঘোষণা করেছেন জয় শ্রীরাম লেখা দশ লক্ষ পোস্টকার্ড পাঠানো হবে মুখ্যমন্ত্রীর বাড়িতে। রবিবার থেকেই সেই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে বলে দাবি করেন অর্জুন সিং।
তিনি বলেন, এখানকার প্রত্যেক মানুষ পোস্টকার্ডে জয় শ্রীরাম লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঠিকানায় পাঠানো শুরু করে দিয়েছে। এরপর দেখি পুলিশ আমাদের কতজনকে গ্রেফতার করেন।
অর্জুন আরো বলেন, দিদিমণির সঙ্গে পুলিশ আর গুন্ডা ছাড়া কেউ নেই।