sliderমহানগরশিরোনাম

হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের

পতাকা ডেস্ক: ঢাকা–১৬ আসনের (পল্লবী ও রূপনগর) ধানের শীষের অভিভাবক, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার নিশ্চিত করা হবে। এটা আমার ওয়াদা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবী ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তৃতীয় লিঙ্গের মানুষদের সমাজে সম্মানের সঙ্গে বাঁচার পরিবেশ সৃষ্টি করা হবে। আপনাদের আর অবহেলার প্রতিচ্ছবি হয়ে থাকতে হবে না। স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, সমাজের নানা স্থানে তৃতীয় লিঙ্গের মানুষ এখনো বঞ্চনা, হয়রানি ও অবহেলার শিকার হন। আমরা চাই, আপনাদের নতুনভাবে সমাজের মূলধারায় আনতে—যাতে আপনারাও সক্রিয়ভাবে সমাজের উন্নয়নে অংশ নিতে পারেন।

শিক্ষিত ও বেকার তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্যদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে আমিনুল হক বলেন, আল্লাহর সৃষ্টিকে আমরা আলাদা করে দেখি না। আমরা সবাই এক সমাজের মানুষ- সমঅধিকারে, সমমর্যাদায় একসঙ্গে কাজ করলেই মানবিক বাংলাদেশ গড়া সম্ভব।

সভায় বিএনপির স্থানীয় নেতাকর্মী, হিজড়া প্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরআগে তিনি পল্লবীর মুসলিম ক্যাম্পে বিএনপির ৩১ দফা কর্মপরিকল্পনার লিফলেট বিতরণ ও বাউনিয়াবাধে মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button