সৌদির হুমকিতে নড়ে বসলো জাতিসংঘ

শিশু অধিকার সংরক্ষণ না করার অভিযোগে সৌদি আরবকে কালো তালিকাভুক্ত করেছিলো জাতিসংঘ। এ কারণে জাতিসংঘের তহবিলে কোনো রকম অর্থ না দেয়ার হুমকি দিয়ে দেয় সৌদি আরব। হুমকির পড়ে নড়ে বসেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান সংস্থা। কালো তালিকা থেকে সৌদির নাম সরিয়ে নিয়েছে তারা।
শুধু তাই নয়। মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে হেলিকপ্টার কিনতে চেয়ে যে চুক্তি করেছিলো সৌদি, জাতিসংঘের হস্তক্ষেপে আবার সচল হচ্ছে তা। এ দিকে উন্নত বিশ্বের কয়েকটি মানবাধিকার সংস্থা জাতিসংঘে চিঠি দিয়ে বলেছে, আবার যাতে সৌদিকে কালো তালিকাভুক্ত করা হয়।
জাতিসংঘ খুব সম্ভবত এ ব্যাপারটাতে আর মনোযোগ দিবে না। তাদের পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে সে রকম কিছুরই। জাতিসংঘ এখন আর সৌদির সঙ্গে বিবাদে জড়িয়ে অন্যান্য মুসলিম দেশের বিরাগভাজন হতে চায় না।
২০১৪ সালে মার্কিন প্রতিষ্ঠানের কাছ থেকে হেলিকপ্টার কেনার জন্য ২৩ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করেছিলো। কিন্তু ইয়েমেনে শিশু হত্যার অভিযোগ উঠায় মার্কিন প্রতিষ্ঠান সৌদিকে হেলিকপ্টার দিতে অস্বীকৃতি জানায়।
জাতিসংঘ সৌদির নাম কালো তালিকা থেকে সরিয়ে দেয়ার পর ওই মার্কিন প্রতিষ্ঠানও তাদের অবস্থান থেকে সরে এসেছে। সৌদিকে হেলিকপ্টার দিতে সম্মত হয়েছে তারা। উল্লেখ্য, কালো তালিকা থেকে নাম সরানোর কথা বলে সৌদি হুমকি দিয়ে বলেছিলো যে, নাম না সরালে মুসলিম দেশগুলোকে নিয়ে জাতিসংঘ থেকে বেরিয়ে যাবে তারা। এমন কি জাতিসংঘের কোনো তহবিলে অর্থ দেয়া বন্ধ করারও হুমকি দিয়েছিলো সৌদি।




