sliderস্থানিয়

“সাস”এর উদ্যোগে সিংগাইরে মেধা বৃত্তি পরীক্ষা

সিরাজুল ইসলাম,সিংগাইর : দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থীদের নিয়ে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ সিংগাইর (সাস) গঠিত। ১৯৯৭ সাল থেকে প্রতিষ্ঠানটি সিংগাইরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের সুযোগ সৃষ্টির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অরাজনৈতিক সংগঠনটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানাবিধ শিক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করে চলছে। তারই ধারাবাহিকতায় এ বছর সিংগাইরে “সাস”র উদ্যোগে পঞ্চম শ্রেনীর মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার(২৫ অক্টোবর) সংগঠনটির আয়োজনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পুরো উপজেলার পঞ্চম শ্রেনীর ৪৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন । অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা তালিকার ২০ জনকে সনদ, ক্রেস্ট ও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় সংগঠনটির সিনিয়র উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড.রেজুয়ান হোসেন ভূঁইয়া, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ফিজনুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মাসুম বিল্লাহ সানি, ইউসিবি ব্যাংকের এফ ভি পি ও রেমিট্যান্স প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান,জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুবেল হোসেনসহ সাসের প্রাক্তন সদস্যবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী।

এছাড়া সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. হাবেল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button