রাজনীতি

সরকার গণতন্ত্রকে বনবাসে পাঠিয়েছে-বাম মোর্চা

 

গণতান্ত্রিক বাম মোর্চার নেতৃবৃন্দ বলেছেন, বর্তমানে মহাজোট সরকার স্বাধীনভাবে মত প্রকাশ ও সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকারকে এইভাবে হরণ করে চলেছে।

দেশকে তারা এক ধরনের পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে এবং উন্নয়নের কথা বলে গণতন্ত্রকে তারা বনবাসে পাঠিয়েছে। তিনি এধরনের গণতান্ত্রিক আন্দোলনে ন্যক্কারজনক পুলিশি হামলা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনে শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান।

শুক্রবার মোর্চার সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী এক বিবৃতিতে এসব বলেন। নার্সদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশের নির্বিচারে লাঠিচার্য করে প্রায় অর্ধশতাধিক নার্সকে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি অবিলম্বে নার্সদের যৌক্তিক দাবি মেনে নিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে ব্যাচ ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন দীর্ঘ দিন ধরে নার্সরা বিপিএসসির (বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বাতিল ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করছে।

কিন্তু সরকার তাদের দাবির প্রতি কর্নপাত না করে নার্সদের যৌক্তিক আন্দোলনকে পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনি দিয়ে দমন করছে যা মহাজোট সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button