
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার ধাইনগর ইউনিয়নের জাবড়ী কাজীপাড়া জাগরণী সংঘ আয়োজিত জাবড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইবেকারে ৫-৬ গোলে জাবড়ী কাজীপাড়া জাগরণী সংঘ ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁপাইনবাবগঞ্জ ফুটবল একাদশ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জাবড়ী কাজী জাগরণী সংঘের সভাপতি নাইমুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বারিউল ইসলাম তুষার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ধাইনগর ইউনিয়ন বিএনপির সদস্য সফিকুল আলম, ধাইনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, জেলা যুবদলের সদস্য আব্দুর রহমান, আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রায়হান কবীর সুইট ও সাধারণ সম্পাদক নাগিব রিসাদ রিফাতসহ অন্যরা।


