মা হতে চান মনীষা

বলিউডে ফিরেছেন মনীষা কৈরালা। সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করছেন তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে এখন অনেকটাই সুস্থ মনীষা কৈরালা। তাই মা হতে চান নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়িকা। শোনা যাচ্ছে, কন্যা শিশু দত্তক নেয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন মনীষা।
২০১০ সালে সম্রাট দহেলের সঙ্গে বিয়ে হয় মনীষার। বিয়ের দুই বছরের মধ্যেই ভেঙে যায় সেই বিয়ে। বাড়ির সকলের সঙ্গে তার খুব ভাল সম্পর্ক হলেও তারা কেউই তার কাছে থাকেন না। তারা সকলেই নেপালে থাকেন। ফলে বাড়ি ফিরে একাকিত্বে ভোগেন নায়িকা। তাই সন্তান দত্তক নেয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মনীষা। সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে এবার।
এই প্রসঙ্গে মনীষা গণমাধ্যমে বলেন, ‘আপনারা ঠিকই শুনেছেন। একটি কন্যা সন্তান দত্তক নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করছি। এই বছরের শেষে অথবা ২০১৮ সালের শুরুর দিকে আমার বাড়িতে আমার কন্যা পা রাখবে।’
সঞ্জয় দত্তের জীবনী নিয়ে তৈরি ছবিতে তার মা প্রয়াত অভিনেত্রী নার্গিস দত্তের চরিত্রে দেখা যাবে মনীষা কৈরালাকে। সঞ্জয়ের ভূমিকায় আছে রণবীর কাপুর। তিনি মাত্র ১২ বছরের বড় রণবীরের থেকে। মনীষা এই ছবিটিতে অভিনয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। সুত্র: প্রিয়.কম