মানিকগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবসে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “তামাকমুক্ত পরিবেশ,সুস্বাস্থ্যের বাংলাদেশ ল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ইয়ুথ গ্রীণ ক্লাব এর আয়োজনে ও বারসিক এর সহযোগিতায় মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে বিকেল ৪.০০ ঘটিকা থেকে সন্ধা ৬.৩০ মি.পর্যন্ত তামাক ও মাদক মুক্ত নারীবান্ধব সমাজ গড়তে যুবদের সচেতনতা বৃদ্ধিতে সুনাগরিকদের সাথে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ উদযাপন উপলক্ষে সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
সভায় ইয়ুথ গ্রীণ ক্লাব এর উপদেষ্টা অধ্যাপক মনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উন্নয়নকর্মী মো.নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন কচি। স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, জেলা ছাত্র ইউনিয়ন এর সাধারন সম্পাদক মো.রাসেল আহমেদ, নারীনেত্রী রাশেদা আক্তার, শহীদ রফিক সামাজিক কল্যান পরিষদের সভাপতি সাংবাদিক নেহায়েত হাসান সবুজ, দিশারী সংগঠনের সভাপতি হাসান সিকদার, সাধারণ সম্পাদক মো.হাসনাত মিয়া প্রমুখ।
আলোচনা শেষে তামাক ও মাদক বিরোধী কবিতা আবৃত্তি করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সহ সভাপতি কবি আনিসুর রহমান আলীনুর।
বক্তারা বলেন গ্রামের কৃষক পর্যায়ে তামাকের কুফল এবং মাদকের ভয়নক পরিনতি নিয়ে যুবদের সাথে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রকাশ্যে ধুমপানে সরকারি জরিমানা ১৫০ টাকা এটির প্রয়োগ ও বাস্তবায়ন চাই। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করে মাদকমুক্ত নারীবান্ধব সমাজ বিনির্মানে ঐক্যবদ্ধ হওয়ার আহবান করছি।