sliderস্থানিয়

মাদরাসার ছাত্র-ছাত্রীরাই মেধার প্রমান দিয়ে দেশের নেতৃত্ব দিচ্ছে : মাদরাসা বোর্ডের চেয়ারম্যান

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা নূরুল হক বলেছেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা এখন আর অবহেলিত থাকবে না। আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষাকে নতুন কাঠামো ও নতুন দৃষ্টিভঙ্গিতে এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন,মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রমান করেছে তারা কারো চেয়ে কম মেধাবী নয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সর্ব কেক্ষেই এর স্বাক্ষর রেখেছে। আগামীর আর্দশ ও এক নতুন বাংলাদেশ বির্নিমানে মাদ্রাসার ছাত্ররাই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ।

শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় শিল্পকলা একাডেমীর মিলনায়তনে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন করা বর্ণাঢ্য রিইউনিয়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে মাদ্রাসা মুল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।

চেয়ারম্যান আরও বলেন, “আজকের শিক্ষার্থীদের শুধু ধর্মীয় জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। প্রযুক্তি, দক্ষতা বৃদ্ধি, মানবিকতা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে তাদের আধুনিক শিক্ষার মূলধারায় এগিয়ে নিতে হবে। সরকার ইতোমধ্যে মাদরাসা শিক্ষাকে সমান গুরুত্ব ও মর্যাদার সঙ্গে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।”

অনুষ্ঠানে রিইউনিয়ন উদযাপন কমিটির আহ্বায়ক সরকার মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মো. ওবায়দুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবু সায়েম এবং ইবনে সিনা হাসপাতালের ডিজিএম ও মানিকগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রাথী’ মুহাম্মদ জাহিদুর রহমান, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন প্রমুখ।

ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর ওবায়দুল হক বলেন,মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অর্জিত দ্বীনি শিক্ষা দ্বারা দেশের কল্যান সাধন করতে হবে। মহান আল্লাহুর দ্বীনকে তার জমিনে কায়েম করতে হবে। আল্লাহ্র আইন প্রতিষ্ঠা করে এক দূর্নীতিমুক্ত,সন্ত্রাসমুক্ত মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।তাহলেই এই দ্বীনি শিক্ষার প্রকৃত অবদান রাখা হবে।

মুহাম্মদ জাহিদুর রহমান বলেন,যাদের দীলের মধ্যে ওহির শিক্ষা আছে তাদের দায়িত্ব পুরো জতিকে সেই ওহির দাওয়াত দিতে হবে। মানুষের কল্যানে সেই ওহির নির্দেশ অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি যোগ্যতা থাকা সত্বেও এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে দূরে থাকি তাহলে আমাদের মনে রাখতে হবে .অবশ্যই আল্লাহর নিকট জবাবদিহিতা করতে হবে।

মাওলানা দেলোয়ার হোসাইন বলেন,আমাদের প্রাপ্ত ইলম দ্বারা দেশ ও জাতির খেদমত করতে হবে। যাদের মধ্যে খোদাভীতি আছে তারা কখনও অপরাধ করতে পারে না এবং কোন অপরাধীকেও সহযোগীতা করতে পারে না।আমাদের অনেক দায়িত্ব আছে এবং তা পালন করতে হবে।তরুন প্রজন্মকে মিথ্যা,ধোকাবাজি,অপরাধ হতে আমাদের রক্ষা করতে হবে। আর এ জন্যে প্রয়োজন একটি ইসলামি সমাজ। আমাদের অবশ্যই ইসলাম ও বাংলাদেশ কে বিজয়ী করতে হবে।

নূর মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ আতিকুর রহমান, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা সামসুদ্দিন এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান।

উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম,এনপিআই এর প্রিন্সিপাল ড,মুহাম্মদ ফারুক হোসেন, এপি পার্টির মানিকগঞ্জ জেলা সভাপতি অ্যাড,মুহাম্মদ রফিকুল ইসলাম জনি প্রমুখ্।

রিইউনিয়ন অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় আবেগময় পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সম্মাননা প্রদান।

এসময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিঞা নুরুল হক ও অন্যান্য অতিথি বৃন্দ প্রথম পুনর্মিলনী স্মারক উন্মোচন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button