বাংলাদেশ-ভারতের একমাত্র টেস্ট হবে হায়দ্রাবাদে

বাংলাদেশ ও ভারতের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। তবে ওই একমাত্র টেস্টটির সূচি নির্ধারণ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ডের ট্যুর প্রোগাম ও সূচি কমিটি। বৃহস্পতিবার এক সভা শেষে ২০১৬-১৭ মৌসুমে ভারতের মাটিতে সিরিজগুলোর নির্ধারণ করে ওই ট্যুর প্রোগাম ও সূচি কমিটি। আসন্ন মৌসুমে ভারতের আরও ৬টি নতুন টেস্ট ভেন্যু নির্ধারণ করেছে ট্যুর প্রোগাম ও সূচি কমিটি।
ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ নিয়ে জল্পনা-কল্পনা অনেক দিন ধরেই। অনেক আগেই চাউর ছিলো, আগামী আগস্টে ভারতের মাটিতে একমাত্র টেস্টটি খেলতে যাবে বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে সেই গুঞ্জন আরও ঘোলাটে হয়। বিভিন্ন সময়ে গুঞ্জন উঠে- একমাত্র টেস্ট সিরিজটি হবে না, হলেও ওয়ানডে সিরিজ হতে পারে। তবে অবশেষে এসব গুঞ্জনের ইতি ঘটেছে।
ইতিহাসে প্রথমবারের মত টেস্ট সিরিজ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ। তবে কবে নাগাদ হবে টেস্টটি, তা নিশ্চিতভাবে জানায়নি বিসিসিআই। আজ এক সভায় ২০১৬-১৭ মৌসুমে দেশের মাটিতে সূচী নির্ধারন করতে গিয়ে বাংলাদেশের একমাত্র টেস্টটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ট্যুর প্রোগাম ও সূচি কমিটি।
ভারত ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণেই টেস্ট ম্যাচের সময় নির্ধারণ করতে পারেনি বিসিসিআই’র ট্যুর প্রোগাম ও সূচি কমিটি। তবে আশা করা হচ্ছে, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ম্যাচটি।’
সভায় ভারতের মাটিতে বাংলাদেশের একমাত্র টেস্টটির ভেন্যু নিশ্চিত করেছে বিসিসিআই’র ট্যুর প্রোগাম ও সূচি কমিটি। একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে।
২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও, একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোন টেস্ট খেলেনি বাংলাদেশ।




