
আমির হোসাইন,সুনামগঞ্জ প্রতিনিধি: পূর্বের মত টাংগুয়ার হাওরে দায়িত্বশীলদের অবহেলা দেখতে চাই না,রক্ষা করতে কঠোর পদক্ষেপ ও নজরদারি করতে হবে বলে জানিয়েছেন টাংগুয়ার হাওরের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মতবিনিময় সভায় বক্তাগন।
বুধবার(১২ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে টাংগুয়ার হাওরের প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক এর সভাপতিত্বে বক্তাগন আরও বলেন, নিজ নিজ অবস্থা থেকে বিশ্ব ঐতিহ্য রামসার সাইট টাংগুয়ার হাওর রক্ষায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দায়িত্বশীল কতৃপক্ষ সহ হাওর পাড়ের বাসিন্দাগন মৎস্য,পাখি প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য রক্ষা এগিয়ে আসলে কোনো সমস্যাই সমস্যাই হবে না। কিন্তু অনিয়মকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে না হলে টাংগুয়ার হাওর আরও ধংশ হবে।
আরও বলেন, অনিয়মে জড়িত না হয়ে কমিউনিটি গার্ড আছে ১২ শত জন তারা সঠিক ভাবে কাজ করলে টাংগুয়ার হাওর রক্ষা করা সম্ভব হবে বলে বক্তব্যগন জানিয়েছেন।
বক্তাগন আরও বলেন,টাংগুয়ার হাওর রক্ষার জন্য পরিকল্পনা মাফিক হয়েছে কিনা আর আগামীতেও যা হবে তা যেন পরিকল্পনা মাফিক হয় কি না তা গুরুত্ব সহকারে দেখতে হবে। কারন এই পর্যন্ত কোনো উন্নয়ন দেখা যায় নি টাংগুয়ার হাওরে।
এসময় সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু,ওসি দেলোয়ার হোসেন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আলী আহমদ মোরাদ,টাংগুয়ার হাওর ইসিএ ব্যবস্থাপনা সমবায় সমিতির কেন্দ্রীয় সভাপতি গোলাম নুর প্রমুখ। এছাড়াও স্থানীয় সাংবাদিক,বিভিন্ন সংগঠন ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।




