sliderস্থানিয়

নলছিটিতে ‘ইসলামি আন্দোলন বাংলাদেশ’ মনোনীত প্রার্থীর গণসংযোগ

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে ‘ইসলামি আন্দোলন বাংলাদেশ’ এর মনোনীত প্রার্থী ডা: সিরাজুল ইসলাম সিরাজী ঝালকাঠির নলছিটিতে গণসংযোগ করেছেন।

শনিবার (০১ নভেম্বর) সকাল দশটায় উপজেলার চায়না মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শহরের শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও হাতপাখার পক্ষে ভোট প্রার্থনা করেন।

এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম, পৌর শাখার সভাপতি মাওলানা মামুন মৃধা, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের নলছিটি উপজেলা সভাপতি মাওলানা জাকির হোসেন প্রমুখ তার সাথে ছিলেন।

এসময় তারা বলেন, ইসলামি আন্দোলন বিজয়ী হলে বাংলাদেশ কোন দূর্নীতি থাকবে না। যার ভিতর আল্লাহর ভয় আছে তারা কখনোই দূর্নীতি করতে সাহস করবেন না তাই জনগণের উচিত একবার হলেও ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে জয়যুক্ত করা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button