
মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি: জাতীয় মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে নব-নির্বাচিত রাঙ্গামাটি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায়’ প্রেস ক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক।
মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্যের সঞ্চালনায় সভাটি পরিচালিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
অনুষ্ঠানে নব-নির্বাচিত প্রেস ক্লাব কার্যকরী কমিটির নিম্নলিখিত সদস্যরা সংবর্ধিত হন:
সভাপতি: আনোয়ার আল হক (দৈনিক রাঙ্গামাটি সম্পাদক)
সিনিয়র সহ-সভাপতি: সাখাওয়াৎ হোসেন রুবেল (দৈনিক পূর্বকোণ)
সহ-সভাপতি: মো. অলি আহমেদ (ইউএনবি)
সাধারণ সম্পাদক: মুহাম্মদ ইলিয়াছ (দৈনিক সময়ের আলো জেলা)
যুগ্ম সাধারণ সম্পাদক: মনসুর আহম্মেদ (বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের জেলা)
সাহিত্য ও প্রচার সম্পাদক: মিল্টন বাহাদুর (দৈনিক গিরিদর্পণ বার্তা সম্পাদক)
দপ্তর সম্পাদক: মঈনুদ্দিন বাপ্পী (বাংলা নিউজ)
সিনিয়র সদস্য: সুপ্রিয় চাকমা (দৈনিক প্রথম আলো)
সাবেক অর্থ সম্পাদক: পুলক চক্রবর্ত্তী (এটিএন বাংলার)
সদস্য: উচিংছা রাখাইন কায়েস (৭১ টিভির)
সদস্য: মো. শাহ আলম (দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নিরপেক্ষ)
সংবর্ধিত সাংবাদিকরা তাদের বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাঙ্গামাটির উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা নব-নির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন।




