
আবু তালহা তোফায়েল,সিলেট: সম্প্রতি দেশে অরাজকতা তৈরী করতে দেশে পুরোনো স্বৈরাচার ফিরে আসার ষড়যন্ত্র করছে। দেশে কোনধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরী হলে আমরা শক্ত হাতে প্রতিহত করবো বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরীর যৌথসভায় নেতৃবৃন্দ।
১২ নভেম্বর (বুধবার) সন্ধ্যা ৬টায় নগরীর বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে সিলেট মহানগরীর সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
যৌথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তরের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী, সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সহ-সভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, যুগ্ম-সম্পাদক সদরুল আমিন, জেলা দক্ষিণের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, মহানগরীর যুব বি. সম্পাদক লুৎফুর রহমান, মহানগর যুব জমিয়ত সভাপতি আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল করিম দিলদার, উত্তর জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, খলিলুল্লাহ মাহবুব, এমাদ উদ্দিন সালিম, সাবেক ছাত্রনেতা হোসাইন আহমদ, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, দক্ষিণ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উত্তর জেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক আবু তালহা তোফায়েল, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ ও পাঠাগার সম্পাদক হোসাইন আহমদ জাহের প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলনে উপস্থিত হবেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা পাকিস্তান জমিয়তের সভাপতি মাওলানা ফজলুর রহমান। বিশ্ববরেণ্য এই নেতাকে বরণ করতে সিলেটবাসীকে আহ্বান জানান নেতৃবৃন্দ।
.



