
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে বাসচাপায় অজ্ঞাত এক ভ্যানচালক (৫৫) নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে মহাসড়কের পুখুরিয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী নীলাচল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে ব্যাটারিচালিত একটি রিকশা ভ্যানকে চাপায় দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলে চালক নিহত হন।
ওসি জানান, নিহত পরিচয় শনাক্ত করা যায়নি। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহকারি পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।