sliderস্থানিয়

জিয়ানগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজ শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ।
ফাইনাল খেলায় মুখোমুখি দুই শক্তিশালী দল— জিয়ানগর রয়েল বয়েজ ফুটবল একাদশ ও মোড়েলগঞ্জ প্রবাসী টাইগারর্স ফুটবল একাদশ। খেলা চলাকালীন উভয় দলের আক্রমণ-প্রতিআক্রমণে দর্শকদের মাঝে দেখা যায় দারুণ উত্তেজনা ও উচ্ছ্বাস।

টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা, দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খান।

সভাপতিত্ব করেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির মান্নু।
খেলায় ধারাভাষ্য দেন আবুল হাসনাত রিপন ও আব্দুল জলিল হাওলাদার।

উদ্বোধনী খেলাকে ঘিরে ভবানীপুর ও আশপাশের গ্রামাঞ্চলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। মাঠ প্রাঙ্গণে উপচে পড়া দর্শকের উপস্থিতি যেন এক ঐতিহ্য গ্রামীণ উৎসবের আবহ তৈরি করে।

উক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজনে ছিল ভবানীপুর আরাফাত রহমান কোকো ক্রীয়া সংসদ, জিয়ানগর, পিরোজপুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button