অপরাধ

ঘিওরে দুইশত পিচ ইয়াবাসহ ব্যবসায়ী চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঘিওর উপজেলার কুস্তা ,সিংজুরী ও বৈলতলা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা বড়ি ও মাদক ব্যবসায়ী চক্রের মুলহোতা এবং নারীসহ ব্যবসায়ী চক্রের ৫ সদস্য কে আটক করা হয়েছে । রবিবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করে ঘিওর পুলিশ।
আটকরা হলেন-দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের আব্দুল লতিফের ছেলে ইয়াবা ও মাদক ব্যবসায়ী চক্রের মুলহোতা মো: হুমায়ুন করিব(২৫), ঘিওর উপজেলার বৈলতলা গ্রামের নওয়াব আলীর ছেলে মো:আনজু মিয়া(৪০) ও তার স্ত্রী জাহানারা বেগম(৩০),কুস্তা গ্রামের সুরুজ আলী মৃধার ছেলে সোহেল হোসেন মৃধা (৩০),সিংজুরী গ্রামের সিকান্দার আলীর ছেলে রুবেল হোসেন (৩০) ।
এবিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান-কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান এসেছে গোপন সংবাদের এমন খবর পাওয়ার পর অভিযান চালিয়ে সন্ধায় কুস্তা এলাকা থেকে ৫০ পিচ ইয়াবাসহ হুমায়নকে আটক করা হয় ।এর পর তার দেয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আরও ১৫০ পিচ ইয়াবাসহ বৈলতলা ও সিংজুরী এলাকা থেকে ওই ৪ জনকে আটক করা হয়েছে। ওসি জানান-এ চক্রটি সরাসরি কক্সবাজার থেকে ইয়াবা এনে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলায় বিভিন্ন এজেন্টদের মাধ্যমে বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বিষযটি স্বীকার করেছেন আটককৃতরা। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button