খেলা

ঘরোয়া ক্রিকেটে রকিবুলের রেকর্ডভাঙ্গা ১৯০

প্রথম শ্রেনির ক্রিকেটে রকিবুল হাসান বাংলাদেশের প্রথম ও একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান। এবার তিনি গড়লেন লিস্ট-এ তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আজ বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে মোহামেডানের অধিনায়ক খেলেন ১৯০ রানের অসাধারণ ইনিংস। যদিও দলকে না জেতাতে পারার দুঃখ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাকে।
রকিবুলদের বিপক্ষে আগে ব্যাটিং করে আবাহনী তুলে ৩৬৬ রান। সেঞ্চুরি করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। জবাব দিতে নেমে রকিবুলের ১৯০ এবং শ্রীলঙ্কান চারিথ আসালানকার ব্যাটে চড়ে মোহামেডান করে ৩৩৯ রান। তারা হেরে যায় ২৭ রানের ব্যবধানে।
আবাহনী ৩৬৬ রানের পাহাড় গড়ার পরই মূলত মোহামেডানের হারের শঙ্কা জেগে উঠে। কিন্তু রকিবুলের অসাধারণ ব্যাটিংয়ে ভর করে স্বপ্নও দেখে মোহামেডান। কিন্তু শেষ পর্যন্ত পাহাড় ডিঙাতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান।
রকিবুল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের লিস্ট-এর ইতিহাসে সবচেয়ে বড় ইনিংসটি খেলতে খরচ করেন ১৩৮ বল। এই ইনিংস খেলতে ১৭টি চার ও ১০ মারেন রকিবুল।
রকিবুলের আগে বাংলাদেশে লিস্ট-এতে সর্বোচ্চ রানটা ছিলো তামিম ইকবালের। চলতি লিগেই মোহামেডানের হয়ে ১৫৭ রান করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button