আন্তর্জাতিক সংবাদ
ক্যামেরনের পদত্যাগ, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী মে
ব্রিটেনর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামী বুধবার দায়িত্ব নিচ্ছেন থেরেসা মে। মার্গারেট থ্যাচারের পর তিনিই হচ্ছেন প্রথম নারী প্রধানমন্ত্রী।
ক্যামেরন জানিয়েছেন, তিনি বুধবার বিকেলে বাকিংহ্যাম প্রাসাদে রানির কাছে পদত্যাগপত্র জমা দেবেন।
সোমবার আন্দ্রে লিডসাম রক্ষণশীল দলের নেতার পদে প্রার্থী হতে অস্বীকার করলে থেরেসা মে প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী হিসেবে আবির্ভূত হন।
ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া নিয়ে গণভোটে হেরে যাওয়ার পরই পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন ক্যামেরন।
তিনি ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।




