
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে ফারিহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২৪ অক্টোবর, বিকেলে উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত শিশু ফারিহা একই গ্রামের আবুল কালামের মেয়ে। নিহত শিশুর পিতা আবুল কালাম বলেন, দুপুরের দিকে আমার মেয়ে ফারিহা অন্যান্য শিশুদের সাথে খেলতে বের হয়। এক পর্যায়ে সবার অজান্তে ফারিহা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। সে সময় অন্য শিশুরা পুকুর থেকে চলে আসলেও ফারিয়া পানিতে ডুবে যায়। পরে অন্য শিশুরা এ খবর ফারিহার বাড়িতে জানালে, এলাকার লোকজন জরুরী ভিত্তিতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের নেমে খোঁজাখুঁজি করে, তাকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে দ্রুত কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




