sliderস্থানিয়

কটিয়াদীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে আজ থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন । মাসব্যাপী এই ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত ১ লক্ষ ৮ হাজার ৯৭৫জন শিশু কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে।

১২ অক্টোবর রবিবার উপজেলার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালযয়ে টিকাদান ক্যাম্পেইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ শাহরিয়ার অনিকের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তাড়না, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার, সরকারি শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইশা খানসহ আরো অনেকেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান ১২ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও ১ নভেম্বর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত প্রত্যেক টিকাদান কেন্দ্রে এবং স্থায়ী কেন্দ্রকল (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সহ মোট ২৪১টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে ১লক্ষ ৮হাজার ৯৭৫ জন শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন টাইফয়েডে এখনো এদেশে শিশুদের মৃত্যু হয়। এটা আমাদের জন্য লজ্জাস্কর। যেখানে ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি এবার আমরা টাইফয়েড প্রতিরোধে ও সফল হতে পারব ইনশাল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button