আন্তর্জাতিক সংবাদশিরোনাম

উচ্চতা বাড়ছে চীনা শিশুদের

লম্বায়–চওড়ায় বাড়ছে চীনের শিশুরা। চার দশকে প্রায় তিন ইঞ্চি উচ্চতা বেড়েছে। ওজনও বেড়েছে একই হারে।

২০১৫ সালে সাত বছরের নীচে ১,৬১,৭৭৪ শিশুর মধ্যে ৯টি শহর ও শহরতলীতে সমীক্ষা চালিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে সে দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর।

পাঁচ থেকে সাড়ে পাঁচ বছর বয়সী বালকদের গড় উচ্চতা ১১৩.‌৬ সে.মি.। ১৯৭৫ সালের থেকে তা ৮ সে.মি. বেশি। এমনকি ২০০৫ সালের থেকেও এই উচ্চতা ১.‌৭ সে.মি. বেশি। বালকদের থেকে বালিকাদের উচ্চতা বৃদ্ধির হার আরও বেশি, ৮.‌২ সে.মি.।

চার দশক আগে গড় ওজন ছিল ৩.‌২৮ কেজি। এখন তা বেড়ে হয়েছে ৩.‌৭ কেজি। শহর এবং গ্রামাঞ্চলের মধ্যে উচ্চতার পার্থক্যও কমেছে।

সূত্র: সিনহুয়া

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button