বিনোদন

আলিয়াকে বিশ্বাস করেন না বরুণ

বলিউডে রটনা রয়েছে, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট যে ছবিতে থাকেন, সে ছবি সফল হতে বাধ্য। তবে অফস্ক্রিনে প্রেম নয়, গভীর বন্ধুত্ব তাদের। ছয় বছরের এই বন্ধুত্বই ক্যামেরার সামনের রসায়নের অন্যতম কারণ। কিন্তু এরপরও আলিয়াকে বিশ্বাস করেন না বরুণ। বিশেষ করে প্রেমের সম্পর্কের উপদেশ নেওয়ার ক্ষেত্রে। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই তথ্য জানিয়েছেন বরুণ।
ভালবাসার ক্ষেত্রে কখনও আলিয়া ভাটের পরামর্শ নেবেন? এই প্রশ্নের জবাবে বরুণ ধাওয়ান বলেন, ‘না, একদমই না! আমি একেবারেই ওর থেকে তা নেব না। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি আলিয়ার কাছে সবার শেষে যাব। প্রেম নিয়ে আলোচনা না করাটাই আমাদের বন্ধুত্বের সবচেয়ে ভাল ব্যাপার।’
তাহলে তাদের মধ্যে কী আলোচনা হয়? এই প্রশ্নের উত্তরে নায়ক জানান, সিনেমা ছাড়া তাদের মধ্যে কথা হলে একে-অন্যকে নিয়ে ঠাট্টা করতেই বেশি ভালবাসেন তারা।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর দু’জনেই সমান সাফল্য পেয়েছেন। ‘টু স্টেট’, ‘হাইওয়ে’, ‘রাজি’র মতো সিনেমার মাধ্যমে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন আলিয়া। বরুণও নিজের অভিনয়ের বৈচিত্র দিয়ে দর্শকদের মন জয় করেছেন। তার সাম্প্রতিক ছবি ‘অক্টোবর’ আবার সমালোচকদেরও মন কেড়েছে। এরপরও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আলিয়ার পরামর্শ কেন নেবেন না বরুন! তাহলে কি ঘুরিয়ে আলিয়ার বর্তমান প্রেমিক রণবীর কাপুরকে ‘ব্যাড চয়েস’ বললেন তিনি?
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button