আমেরিকা হচ্ছে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক: জিহাদ আন্দোলন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি-কে মার্কিন সরকার সন্ত্রাসী তালিকাভুক্ত করার যে ঘোষণা দিয়েছে তার নিন্দা করে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, আমেরিকা হচ্ছে নিজেই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক।
সংগঠনটি বলেছে, ইরানের প্রতি শত্রুতার নীতি অনুসরণ করার কারণেই ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। অথচ সন্ত্রাসীদের প্রতি আমেরিকার সমর্থন ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে জীবন্ত প্রমাণ রয়েছে। এর আগে, আইআরজিসি’র বিরুদ্ধে মার্কিন সরকারের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে ইরাক ও রাশিয়া।
গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি-কে সন্ত্রাসী সংস্থা হিসেবে কালো তালিকাভুক্ত করে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ইরানের প্রতি মারাত্মক রকমের শত্রুতার নীতি অনুসরণ করে আসছেন। এরই অংশ হিসেবে তিনি ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা বাতিল করেন এবং তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর পাশাপাশি তিনি অতিমাত্রায় ইহুদিবাদী ইসরাইলের স্বার্থের অনুকূলে কাজ করছেন।
পার্সটুডে