sliderখেলাশিরোনাম

আপাদমস্তক ব্রাজিল!

আগামী জুনে শুরু হচ্ছে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ। তখন ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে শুরু হবে তর্কযুদ্ধ। কে কতবড় সমর্থক তা প্রমাণের চেষ্টাও শুরু হবে। কিন্তু কারো পক্ষে কি ব্রাজিলের নেলসন পাভিওত্তিকে হারানো সম্ভব?

১৯৯৪ সালের পর থেকে পেশায় আইনজীবী পাভিওত্তির জীবন শুধু হলুদ আর সবুজময়। তখন থেকে এখন পর্যন্ত যে পোশাকই তিনি পরেছেন, পায়ে যে জুতাটি লাগিয়েছেন, সবগুলোর রঙয়েই ছিল সবুজ আর হলুদের ছোঁয়া।

এমনকি খাবারও খাচ্ছেন ব্রাজিলের পতাকার রঙয়ের! সবুজ-হলুদ ফলমূল, এই দুই রঙয়ের জেলি, বাদাম, অর্থাৎ যা কিছু সবুজ আর হলুদ শুধু সেগুলোই খাচ্ছেন পাভিওত্তি।

শুধু তাই নয়, ২০১৪ সালের বিশ্বকাপের সময় তার বিছানার চাদর, গাড়ি, অফিসের আসবাবপত্র সবই ছিল সবুজ আর হলুদ রঙয়ের। বাড়ির সামনের রাস্তায় ছিল ব্রাজিলের পতাকা। বাড়ির সদর দরজার গ্রিলেও ছিল এই দুই রঙয়ের স্পর্শ।

কেন এমনটা করছেন পাভিওত্তি?

উত্তর, প্রিয় দলের সমর্থনে একসময় যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা রক্ষা করা।

১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপের সময় পাভিওত্তি অঙ্গীকার করেছিলেন, যদি সেবার ব্রাজিল বিশ্বকাপ জেতে তাহলে সারা জীবন জাতীয় পতাকার রঙয়ে কাটিয়ে দেবেন তিনি। এখন সেই কাজটিই করে যাচ্ছেন তিনি।

পাভিওত্তির এই অদ্ভুত আচরণ ফিফাসহ অনেকের নজর কেড়েছে। তাই তাকে নিয়ে নির্মিত একটি ভিডিও রাখা হয়েছে সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত ফিফার জাদুঘরে। সম্প্রতি সেই জাদুঘর পরিদর্শন করেছেন পাভিওত্তি।

– ডয়চেভেলে

Related Articles

Leave a Reply

Back to top button