sliderবিনোদন

অস্কার:সেরা ছবি স্পটলাইট, সেরা অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিয়, সেরা অভিনেত্রী ব্রি ল্যারসন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার ঘোষিত হয়েছে ৮৮তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড (অস্কার)।
এবারের অস্কারে সেরা ছবি হিসেবে ‘স্পটলাইট’, সেরা অভিনেতা হিসেবে লিওনার্দো ডি’ক্যাপ্রিও, সেরা অভিনেত্রী হিসেবে ব্রি ল্যারসন এবং সেরা পরিচালক হিসেবে আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পুরস্কার পান।
এবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে টাইটানিকখ্যাত তারকা লিওনার্দো ডি’ক্যাপ্রিও পুরস্কার পেলেও এর আগে অস্কারের জন্য তিনি ছয়বার মনোনয়ন পেয়েছিলেন। তবে কখনো তিনি পুরস্কার জিততে পারেননি। নব্বইয়ের দশকের শেষের দিকে টাইটানিক চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে দর্শকের মাঝে ব্যাপক পরিচিতি পান। যে চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পুরস্কৃত হয়েছেন সেটির নাম রেভেন্যান্ট। প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটি নিয়ে এ চলচ্চিত্র নির্মিত হয়।অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে এবারের অস্কার জিতেছেন ব্রি ল্যারসন। দ্য রেভেন্যান্ট চলচ্চিত্রে অভিনয় করে তিনি এ পুরস্কার জিতে নেন।
ব্রিটিশ অভিনেতা মার্ক রিলেন্স প্রথমবারের মতো সহ-অভিনেতা হিসেবে অস্কার পুরস্কার জিতেছেন।
শীতল যুদ্ধের উপর তৈরী করা ‘ব্রিজ অব স্পাই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। আরেকজন ব্রিটিশ অভিনেতা স্যাম স্মিথও পুরস্কার জিতেছেন।
‘রেভেন্যান্ট’ ছবির নির্মাতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু শ্রেষ্ঠ পরিচালকের খ্যাতি অর্জন করেছেন।
এক নজরে এবারের অস্কার-
সেরা ছবি : স্পটলাইট
সেরা পরিচালক : আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু
সেরা অভিনেতা : লিওনার্দো ডি’ক্যাপ্রিও। দ্য রেভেন্যান্ট ছবিতে হিউ গ্লাস চরিত্রের জন্য।
সেরা অভিনেত্রী : ব্রি ল্যারসন। রুম ছবিতে জোয় মা নিউসাম চরিত্রের জন্য।
সেরা সহ-অভিনেতা : মার্ক রেল্যান্স (ব্রিজ অব স্পাইস)
সেরা সহ-অভিনেত্রী : অ্যালিসিয়া ভিকান্দার (দ্য ড্যানিশ গার্ল)
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : ইনসাইড আউট
সেরা সিনেমাটোগ্রাফি : দ্য রেভেন্যান্ট
সেরা কস্টিউম ডিজাইন : ম্যাড ম্যাক্স, ফিউরি রোড
সেরা ডকুমেন্টারি (ফিচার) : অ্যামি
সেরা বিদেশি ভাষার ছবি : সন অব সউল।

Related Articles

Leave a Reply

Back to top button