sliderস্থানীয়

আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের বৃত্তি প্রদানে শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সদর উপজেলার ভাড়ারিয়ায় আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের লক্ষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এক ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

১৫ ডিসেম্বর (রোববার) সকাল ১০ টায় সদর উপজেলার ৩৮নং ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সদর ও হরিরামপুর উপজেলার ২৬টি প্রাথমিক ও ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠিত এই আহমদে অক্সফোর্ড ফাউন্ডেশন ওই সময় থেকেই মেধাবী, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শুরু করে। চলতি শিক্ষা বর্ষেও সদর ও হরিরামপুর উপজেলা থেকে ২৬টি প্রাথমিক ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ৫০ জন শিক্ষার্থীর মধ্যে টেলেন্টপুল গ্রেডে ২০ জনকে ৫ হাজার ও সাধারণ গ্রেডে ৩০ জন ৩ হাজার করে বৃত্তি প্রদান করবে। এছাড়াও এসএসসিতে জিপিএ প্রাপ্তদের ৩ হাজার টাকা এবং অসহায় ও দরিদ্র মেধাবী ১৫০ জন শিক্ষার্থীকে ২০০০ টাকা করে দেয়া হবে।

এ বিষয়ে ৩৮নং ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাফিয়া খাতুন জানান, আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশন থেকে শিক্ষার্থীদের জন্য যে বৃত্তি প্রদান করছেন এটা অত্যন্ত ভাল একটা উদ্যোগ। এতে শিক্ষার্থীরা পড়াশোনায় অনেক আগ্রহী হবে। ফাউন্ডেশনকে এমন কাজে সাধুবাদ জানাই।

বিদ্যালয়োর ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো. সফিউদ্দিন মাস্টার জানান, এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে এই শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মধ্য দিয়ে। আমরা ফাউন্ডেশন থেকে মেধাবী শিক্ষার্থীসহ দরিদ্র ও অসহায় পরিবারের ছেলেমেয়েদের জন্যও প্রতিবছর বৃত্তি প্রদানের ব্যবস্থা করেছি। এতে আমি মনে করি, এখানে টাকাটা মূখ্য বিষয় নয়, শিশু কিশোরদের উৎসাহ ও প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করাটাই বড় কথা।

আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশনের সভাপতি ডা.মো.আব্দুস সালাম জানান, ২০২২ সালে এই আহমেদ অক্সফোর্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ভাড়ারিয়া গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী সালমান আহমেদ। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই মেধাবী, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাতে এই এমন উদোগ নেয়া হয়। যা ভবিষ্যতে আরও বড় পরিসরে এর ধারাবাহিকতা বজায় রাখতে ফাউন্ডেশনটি নিরলসভাবে কাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক মো. সোলাইমান, সহসাধারণ সম্পাদক রোকনুজ্জামন সাংগঠনিক সম্পাদক মো.ফারুক আহমেদসহ ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Back to top button