মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ এর কৃতি সন্তান আমেরিকা প্রবাসি বিজ্ঞানি ড. মাহবুব খানের ছেলে এর্টোনি জামাল খান ২০২৪ সালের আমেরিকার প্রাথমিক নির্বাচনে ডেমোক্রাটিক দল থেকে সান্তা ক্লারা কাউন্টির সেন্ট্রাল কমিটির মেম্বার হিসাবে জয়যুক্ত হয়েছে, জামাল আন্ডার গ্রাজুয়েট অবস্থায় স্পিকার নান্সি পেলসির সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক অফিসে ইর্ন্টান হিসাবে কাজ করে, জামাল খান আমেরিকার UC Berkeley এবং Harvard Law থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। জামাল দেশবাসির কাছে দোয়া প্রার্থি।