
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ৫ এপ্রিল শুক্রবার দুপুরে তিতাসের কানাই নগর গ্রামবাসী ও নিহত মানিকের পরিবারের লোকজনকে আস্বস্ত করে কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেছেন, নিহত মানিকের পরিবারকে আর্থিক এবং আইনী সহযোগিতায় সর্বাত্মক সহযোগিতা করা হবে।
গত ২২ মার্চ ১০ রমজানের দিন দুপুরে প্রতিবেশী নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন মানিকের দোকানে গিয়ে সিগারেট বাকি চায়, না দেওয়ায় ঝগড়ার একপর্যায়ে বাহাউদ্দীন মানিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মানিকের বাবা মোকলেছুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ বাহাউদ্দীনকে আটক করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
তবে অন্যান্য আসামি পলাতক রয়েছে। নিহত মানিকের বাবা মোকলেছুর রহমান ও স্ত্রী তাছলিমা আক্তার হত্যার সাথে জড়িত সকলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। সংসদ সদস্যের পক্ষে মানিকের পরিবারকে ঈদ কেনাকাটার জন্য নগদ টাকা আর্থিক ভাবে প্রদান করা হয়।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ঘটনাস্থল পরিদর্শন কালে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।