sliderস্থানীয়

রুমায় ভোট কারচুপি ও জিতিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ

লোঙা খুমি,রুমা প্রতিনিধি : বান্দরবানে রুমা উপজেলায় ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাকা বিনিময়ে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ আবেদন করেছেন। জানা গেছে,গত ২৮শে নভেম্বর ২০২১ইং অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রুমা উপজেলায় ২নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ আসন (ফুটবল মার্কা) প্রার্থীর মংএসিং মার্মা অভিযোগ করেন। লিখিত অভিযোগের তিনি দাবি করেন, নির্বাচনে অবাধ সুষ্ঠ, নিরপেক্ষ ভোট গণনার মিথ্যা আশ্বাস প্রলোভন দেখিয়ে সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্বে থাকার জনাব, আমির হোসেন নয়ন (প্রধান শিক্ষক বগামুখ পাড়ার স:প্রা:বি)আমার নিকট হতে ২১শে নভেম্বর নগদ ৫০,০০০/(পঞ্চাশ হাজার) টাকা গ্রহণ করে ! ভোট কারচুপির (রদবদল) ও প্রত্যক্ষ পক্ষপাতদুষ্ট প্রতিফলিত হলে ভোটের ফলাফল প্রকাশের সাথে সাথে মংএসিং মার্মা, শৈক্যচিং মার্মা, মংথোওয়াই মার্মা মোট ৩জন যৌথ স্বাক্ষরের পুনরায় ভোট গণনার করতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিকট অভিযোগ দাখিল করেন। ভোট কারচুপির টাকার বিনিময়ে জিতিয়ে দেওয়া প্রলোভন বিষয়ে জানতে চাওয়া হলে আমির হোসেন নয়ন সাংবাদিকদের বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না বলে তিনি এড়িয়ে গিয়ে অস্বীকার করেন ! সূত্রে জানা গেছে, জনগনের মাথা ঘামের কামানো ট্যাক্সের টাকায় বেতন-ভাতা ভোগী অতিরঞ্জিত কিছু সহকারী প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার গণ কিছু কিছু ভোট কেন্দ্রের অর্থ বিনিময়ে জনগনের রায়কে প্রত্যাখান করে সরাসরি পক্ষপাতদুষ্ট অবস্থান নিয়েছে ! নাম প্রকাশের অনিচ্ছুক, একাধিক সাধারণ আসনের প্রার্থী কাজ থেকে দলীয় প্রভাব খাটিয়ে জিতিয়ে দেওয়া প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে বলে সূত্রে জানা গেছে ! যা গনতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক সাংবিধানিক বৈশিষ্ট্য পরিপন্থী ! রুমা উপজেলায় সচেতন মহলের দাবি, রুমা উপজেলা ইউপি নির্বাচনে প্রশাসন,আইন শৃঙ্খলা বাহিনীর সহ নির্বাচনী দায়িত্ব সকল বাহিনীর অবাধ সুষ্ঠু নিরপেক্ষতার পালন করলেও কিছু অতিউৎসাহী সহকারী প্রিজাইডিং, প্রিজাইডিং অফিসারদের ভূমিকা সরাসরি পক্ষপাত প্রতীয়মান হয়েছে। যাহা নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করছেন তেমনি জনগণের সঠিক মূল্যায়ন ভোটকে পরিকল্পিত ভাবে প্রত্যাখান করার সামিল ! অভিযোগ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ চিরান সাথে দেখা করতে গেলে (অফিস চলাকালীন) দেখা মেলেনি ! মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করেও সাংবাদিকদের ফোন না ধরায় শেষ পর্যন্ত বক্তব্য নিতেও ব্যর্থ হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button