sliderশিরোনামশীর্ষ সংবাদ

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের রিপোর্ট

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও ব্লগার হত্যাকাণ্ড, গণমাধ্যম ও মত প্রকাশের উপর কিছু বিধিনিষেধ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশ করা ২০১৫ সালের মানবাধিকার বিষয়ক রিপোর্টে এমন মন্তব্য করা হয়েছে।
বুধবার বিশ্বের মানবাধিকারের ওপর যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে এটি প্রকাশ করা হয়।

গুমের ঘটনার প্রতিবাদের একটি বিক্ষোভের দৃশ্য
গুমের ঘটনার প্রতিবাদের একটি বিক্ষোভের দৃশ্য

প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করে তারা চাপে রয়েছে।
রিপোর্টের বাংলাদেশ অংশে মানবাধিকারের ক্ষেত্রে আরও যেসব বিষয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয় তার মধ্যে রয়েছে লিঙ্গভিত্তিক সহিংসতা, দুর্বল কর্ম পরিবেশ ও শ্রমিক অধিকার।
এছাড়া নিরাপত্তা বাহিনী কর্তৃক নির্যাতন ও হয়রানি, বিচারের আগেই আটক রাখাকেও সমস্যা হিসেবে চিহ্নিত করা ছাড়াও ওই প্রতিবেদনে নাগরিকদের গোপনীয়তার অধিকারে হস্তক্ষেপকেও মানবাধিকারের ক্ষেত্রে সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
 বিজ্ঞান ভিত্তিক লেখক অভিজিৎ রায়সহ বেশ কয়েকজন লেখক, ব্লগার, প্রকাশ খুন হয়েছে বাংলাদেশে
বিজ্ঞান ভিত্তিক লেখক অভিজিৎ রায়সহ বেশ কয়েকজন লেখক, ব্লগার, প্রকাশ খুন হয়েছে বাংলাদেশে

এর বাইরে দুর্নীতি ছাড়াও শিশুদের কাজে বাধ্য হওয়া, নারী ও শিশুর বৈষম্যের শিকার হওয়া এবং ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়গুলোও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিবিসি

Related Articles

Leave a Reply

Back to top button