sliderআন্তর্জাতিক সংবাদ

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের জন্য ক্ষতিকর

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের জন্য ক্ষতিকর। আচার- আচরণ বিরক্তিকর বলেই তিনি ক্ষতিকর ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এমন মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হুসেইন।
নভেম্বরের মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড। তিনি তার নির্বাচনী প্রচারণার সময় নানা রকম আপত্তিকর কাজ করে সমালোচিত হয়ে চলেছেন। সম্প্রতি তার একটি অডিও ফাঁস হয়েছে। তাতে নারীদের উদ্দেশ্য কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। এ ঘটনার পর এক নারী ১৩ বছর বয়সে ট্রাম্প কর্তৃক ধর্ষণের শিকার হয়েছিলেন বলে মামলা করেছেন।
এ সব ব্যাপারে ইঙ্গিত করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন, ‘ডোনাল্ড যদি নির্বাচন করেন এবং নির্বাচিত হন, তবে তিনি হবেন বিশ্বের সবচেয়ে বিপদজ্জনক প্রেসিডেন্ট।’
একই সঙ্গে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন যে, কোনো দেশের নির্বাচনকে প্রভাবিত করার বা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর কোনো ইচ্ছে তার নেই। তিনি বলেন, ‘যদি মানুষের অধিকার ক্ষুন্ন হওয়ার মতো কিছু ঘটে, তবে সে বিষয়ে মন্তব্য করার অধিকার আমার আছে।’
ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আজ একটি মন্তব্য করেছেন বারাক ওবামাও। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘নারীদের নিয়ে ট্রাম্প যে ধরনের মন্তব্য করেছেন, তাতে একটা মুদি দোকানেও তিনি কাজ পাবেন না।’

Related Articles

Leave a Reply

Back to top button