sliderবিনোদন

এনটিভিতে আজ ধারাবাহিক নাটক ‘কাগজের ফুল’

শফিকের বাবা ছিলেন মুক্তিযোদ্ধা। যুদ্ধ পরবর্তী নানা ঘটনার কারণে তিনি নিজেকে সবার থেকে আড়াল করে রাখেন। কারো সাথেই জাতি নিয়ে কথা বলতে চাইতেন না। শফিকের পনের বছর বয়সে তিনি মারা যান। মা আর ছোট ভাই শাহীনের দায়িত্ব এখন অনেকটাই শফিকের উপর পড়ে। পড়াশোনা শেষ করে কিছুদিন চাকরীও করেছে সে। ভার্সিটিতে পড়াশোনা করা অবস্থাতেই শাহীন বড় ভাইয়ের আগেই বিয়ে করে ফেলায় সংসারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। একদিন মাকে নিয়ে ডাক্তার ফিরোজের কাছে যায় শফিক। তিনিও মুক্তিযোদ্ধা। তিনি শফিককে কিছু পরামর্শ দেন। সে অনুযায়ী শফিক তার মাকে ঢাকায় রেখে গ্রামে চলে যায়। সেখানে নতুন জীবন শুরু হয় তার, শুরু হয় নতুন গল্প।
মারুফ রেহমানের রচনায় ‘কাগজের ফুল’ নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল।
নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, এফ এস নাঈম, সোহানা সাবা, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, নাদিয়া মীম, রাশেদ মামুন অপু, শেলী আহসান, জয়রাজ, নরেশ ভুইয়া, হিমে হাফিজ, হাসিমুন্নেসা, আশরাফুল আশীষ, আশিক চৌধুরী প্রমূখ।
আজ রাত ৯.৪৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাগজের ফুল’। নাটকটি প্রতি সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button