sliderখেলা

আইপিএলের নতুন নায়ক সরফরাজ

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৮ বছরের ছেলেটির ব্যাটিং বিক্রম দেখে তাবড় বিশেষজ্ঞরাও অবাক। মাত্রই মাস দুয়েক আগে বাংলাদেশের মাটিতে অনূর্ধ্ব-‌১৯ বিশ্বকাপে তার পারফরমেন্স সন্তুষ্ট করেছিল স্বয়ং রাহুল দ্রাবিড়কেও। ‘‌তিনি’‌ সরফরাজ খান। অনেকের কাছেই যিনি ভারতীয় ক্রিকেটের আগামী দিনের অন্যতম সেরা তারকা হিসেবে চিহ্নিত।
মুম্বইয়ের বিপক্ষে ওয়াংখেড়েতে বুধবার নামার আগে সরফরাজ নিজেই বললেন, র‌য়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি এবং অন্য সিনিয়রদের কাছ থেকে মূল্যবান ‘‌টিপস’‌ পেয়েছেন। কী বলেছেন তারা? সরফরাজের কথায়, ‘টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রস্তুতি ম্যাচগুলোয় নিয়মিতই খেলার সুযোগ পাচ্ছিলাম। আরসিবি-‌র ড্রেসিংরুমে কোহলি, ডি ভিলিয়ার্স বা গেইলের মত সিনিয়রদের ‘‌টিপস’‌ পাচ্ছি নিয়মিত। কোথাও ভুল হলে ওরা শুধরে দিচ্ছে। বিশেষ করে প্রতিটি বলকে গুরুত্ব অনুয়ায়ী খেলা এবং ক্রিজের উল্টোদিকে সিনিয়রদের কেউ ব্যাট হাতে থাকলে ঘনঘন স্ট্রাইক রোটেট করা।’‌
......................

সরফরাজ আত্মবিশ্বাসী যে সুযোগ পেলে নিজেকে উজাড় করে দেবেন শুধু নয়, দলের সাফল্যে মানানসই ভূমিকা নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Back to top button