sliderশিরোনামস্থানীয়

৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ শুরু

সংবাদদাতা, ঝিনাইদহ : প্রায় আট ঘণ্টা পর ট্রেনের বগি উদ্ধার ও লাইন মেরামতের পর খুলনার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৯ আগস্ট) ভোর রাত ৩টা ৩৫ মিনিটে ট্রেনটি উদ্ধারের পর ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভোরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাওছার মাহমুদ।
উল্লেখ্য, রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেসে ট্রেন ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশন এলাকায় লাইনচ্যুত হয় রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে। এতে সারা দেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বগি লাইনচ্যুত হওয়ার ফলে সাবদালপুর এলাকায় রূপসা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস এবং গোয়ালন্দ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। এ ছাড়া চিত্রা এক্সপ্রেসও সিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। রোববার সন্ধ্যা সোয়া সাতটায় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় থাকলেও ট্রেনটি ঢাকায় আসে রাত ১২টার পর।

Related Articles

Leave a Reply

Back to top button