sliderবিবিধশিরোনাম

৮০ বছরে একবারও চুল কাটেননি এনগুয়েন!

সারাবিশ্বে এখন প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক বিরাজ করছে। মরণব্যাধি ভাইরাস থেকে রেহাই পেতে অনেককেই মাথা ন্যাড়া করতে দেখা গেছে।
তবে ভিয়েতনামের এনগুয়েন ভান চিয়েন অন্যদের থেকে একেবারেই আলাদা। পরিস্থিতি যেমনি হোক না কেন, তিনি চুল বড় রাখবেনই। .কারণ, গত ৮০ বছরে একবারের জন্যও চুল কাটেননি ৯২ বছর বয়সী এনগুয়েন। মাত্র ১২ বছর বয়স থেকে চুল কাটা বন্ধ করে দেন তিনি।
ভিয়েতনামের মিকং ডেল্টা এলাকার ওই বাসিন্দার চুল এখন ৫ মিটার লম্বা।
এনগুয়েন বলেন, আমি বিশ্বাস করি যে, চুল কেটে ফেলার পর মারা যাবো। সেই কারণে কখনোই চুল কেটে ফেলার ঝুঁকি নেওয়ার সাহস করতে পারিনি। .তিনি বলেন, আমি শুধু চুলের যত্ন নিয়েছি, চুল নষ্ট যেন না হয়ে যায়, সেজন্য ঢেকে রাখি। মাঝেমধ্যেই পরিষ্কার রাখি, যেন দেখতে ভালো লাগে। .তিনি আরও বলেন, স্কুলে যাওয়া শুরু করার পর চুল কেটে ফেলার চাপ আসে। কিন্তু পরে আর আমি চুল কাটিনি। আমি মনে করি, চুলের সঙ্গে মৃত্যুর একটা সম্পর্ক আছে।

Related Articles

Leave a Reply

Back to top button