sliderআন্তর্জাতিক সংবাদ

৭৩ বছর আগে নিখোঁজ  ডুবোজাহাজে ৭১টি মৃতদেহের সন্ধান

৭৩ বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিখোঁজ হয়েছিল ব্রিটিশ ডুবোজাহাজটি। এবার ইতালির তাভোলারা দ্বীপের কাছে সমুদ্রের ১০০ মিটার গভীরে তার খোঁজ পেল ডুবুরিরা। সময়ের ছাপ তেমন পড়েনি। প্রায় অক্ষতই রয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই ব্রিটিশ ডুবোজাহাজ। মিলেছে ৭১ জন আরোহীর দেহও।

১৯৪২ সালের ২৮ ডিসেম্বর মাল্টা থেকে রওনা দিয়েছিল ডুবোজাহাজটি। উদ্দেশ্য ছিল, ইতালির দু’টি যুদ্ধজাহাজ ধ্বংস করা। যুদ্ধজাহাজ দুটি লা মাডালেনা বন্দরে নোঙর করা ছিল। ৩১ ডিসেম্বর শেষ বার সঙ্কেত পাঠায় ওই ব্রিটিশ ডুবোজাহাজ। তার পর থেকেই নিখোঁজ। ব্রিটিশ সেনার ধারণা, মাইনের আঘাতে ৭১ জন কর্মী ও জওয়ানসহ ১,২৯০ টনের ডুবোজাহাজটির সলিলসমাধি হয়।

ডুবুরিদের প্রধান মাসিমো দোমেনিকো বর্দোন জানান, ডুবে যাওয়ার সময় সম্ভবত জাহাজের ভিতর হাওয়া আটকে যায়। অক্সিজেনের অভাবেই প্রাণ হারিয়েছিলেন কর্মীরা। রয়্যাল নেভির মুখপাত্র জানালেন, ডুবোজাহাজটি শনাক্তকরণের কাজ চলছে। পুরনো নথিপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে প্রাপ্ত অবশেষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button