পতাকা ডেস্ক: দেশকে ধাপে ধাপে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার এই ঘৃণ্য ষড়যন্ত্র রুখতে ৭ই জানুয়ারীর ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন।
আজ মঙ্গলবার রাজধানীর উত্তরা এলাকার বিভিন্ন স্থানে প্রহসনের নির্বাচন বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে গণসচেতনতামূলক প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’ ঢাকা মহানগরী উত্তর।
কর্মসূচি পালনকালে সাধারণ জনগণের উদ্দেশ্যে মহানগরী উত্তরের আহ্বায়ক মোঃ আলতাফ হোসাইন বলেন, আমরা বাংলাদেশের জনগনকে সাথে নিয়ে আওয়ামী বাকশালীয় ডামি নির্বাচন প্রতিহত করে গনতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
প্রচারপত্র বিলিতে আরও অংশগ্রহণ করেন, এবি পার্টি ঢাকা মহানগরী উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, আব্দুর রব জামীল, এনামুল হক, সুমাইয়া শারমিন ফারহানা, রুনা হুসাইন, জেসমিন আক্তার মুক্তা, হাসান মাহমুদ শাহিন এবং মাহবুব হোসেন সহ অন্যান্যরা।