শুভ মন্ডল,মানিকগঞ্জ : মানিকগঞ্জে পুলিশের দক্ষতায় ৬৭টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে মানিকগঞ্জ জেলা পুলিশ। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানায় মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন,মানিকগঞ্জ জেলার সদর, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, ঘিওর, দৌলতপুর এবং সাটুরিয়া থানায় মোবাইল হারানোর জিডি নিয়ে নিয়মিত কাজ করছেন জেলা পুলিশের একটি চৌকস টিম। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে গত ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার অভ্যন্তরে ও জেলার বাইরে অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোট ৬৭ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, কারও মোবাইল ফোন হারিয়ে গেলে থানায় জিডি করতে হবে। পুলিশকে অবহিত করেলে পুলিশ অবশ্যই তা উদ্ধার করে দেবে। আমরা মানুষের সব ধরণের সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি।সাভারের নবীনগর এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন মশিউর রহমান। সম্প্রতি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসের ভেতর থেকে তার স্মার্ট ফোনটি পকেটমারের হাতে চলে যায়। পরে তিনি মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশের সার্বিক সহযোগিতায় তিনি মঙ্গলবার নিজের হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি হাতে ফেরত পেয়েছেন।হারানো ফোন ফিরে পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, হারানো কিছু ফিরে পাওয়া খুবই আনন্দের বিষয়। মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। কোন ধরনের অর্থ বিনিময় ছাড়া পুলিশের আন্তরিকতায় আজকে আমার ফোন ফিরে পেলাম। এ জন্য পুলিশ সুপার মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই ।