sliderস্থানিয়

৫ মিনিটের ব্যবধানে শোকে ছেলে পর মায়ের মৃত্যু

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : ১৯ অক্টোবর
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর ৫ মিনিটের ব্যবধানে শোক সইতে না পেরে মা-ও মৃত্যু বরণ করেন।
ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে। 

স্থানীয় সূত্রে জানাযায়, সাহেবপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল আওয়াল (৪১) কয়েকদিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে মারা যান তিনি। 

রোববার (১৯ অক্টোবর) সকাল পৌনে ছয়টার দিকে সকালে পুত্র আওয়ালের মরদেহ বাড়ীর আঙ্গিনায় পৌঁছালে পাঁচ মিনিটের ব্যবধানে মৃত্যুর সংবাদ পৌঁছালে ছোট ছেলের মৃত্যুর বেদনা সইতে না পেরে মা রেহেলা আক্তার (৬৯) জ্ঞান হারিয়ে (হৃদযন্ত্রের ক্রিয়া) বন্ধ হয়ে মুহূর্তের মধ্যে মারা যান। 
ভাই আওয়ালের মৃত্যুর ৫ মিনিটের ব্যবধানে মায়ের এই মৃত্যুর খবর নিশ্চিত করেন আরেক সন্তান মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান। 
তিনি বলেন, ছোট ভাইয়ের পর মায়ের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা সবাই স্তম্ভিত।

স্বজনরা জানান, ছেলের মরদেহ বাড়ীর আঙ্গিনায় আসলে মা রাহেলা আক্তার কান্নায় ভেঙ্গে পরার পর মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আর চেতনা ফিরে আসেনি। এই হৃদয়বিদারক দৃশ্য প্রত্যক্ষ করে গ্রামের মানুষ এখনো কান্নায় ভেঙে পড়েছেন। 

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়াল এক কন্যা ও একপুত্র সন্তান রেখে গেছেন। তিনি স্থানীয় বাজারে ওষুধের দোকান করতেন। চার ভাইয়ের মধ্যে আওয়াল ছিলেন সবার ছোট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button