sliderস্থানীয়

৫ বছর পর আবারো স্কুল জীবনে ফিরে গেল ২০১৭ ব্যাচ

মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠানটি হয়।
শুক্রবার সকালে শহীদ মিনার থেকে র্যালি করে সবাই স্কুল ক্যাম্পাসে মিলিত হয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। দীর্ঘ ৫ বছর পর সবাই একসাথে হতে পারে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ২০১৭ ব্যাচের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে তারা শিক্ষকদের সাথে স্কুল জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের নেতৃত্ব দেন রাঙামাটির জনপ্রিয় ব্র্যান্ড ড্রিমস। দীর্ঘ ৫ বছর পর মিলিত হতে পেরে সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষাংশে প্রাক্তন শিক্ষার্থীরা স্কুল শিক্ষক রহমতুল্লাহ এর হাতে স্কুলের জন্য উপহার তুলে দেন।
প্রাক্তন শিক্ষার্থী আইয়ুব বলেন, সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে পুরনো বন্ধুদের মিলন মেলায় রূপ নেয়। সকলের পদভারে ও ব্যাপক উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবে মুখরিত হয়ে উঠে। সকলের মাঝেই একটা সাজ সাজ পরিলক্ষিত হয়।
আইয়ুব আরও বলেন, সবাইকে একত্রিত করতে পেরে অনেক ভালো লাগছে। সব কিছুর উর্দ্ধে উঠে আমরা সব সময় এমন হাসি আনন্দে মেতে উঠতে চাই। যারা অক্লান্ত শ্রম দিয়ে আয়োজন সফল করেছেন, তাদেরকে ধন্যবাদ জানান।
আরেক শিক্ষার্থী তার মনে ভাষা তুলে ধরে ভিন্ন ভাবে কবিতার মাধ্যমে- “নদী গিয়ে সাগরে মিশে, আর আমরা ছুটি স্রোতে প্রতিকূলে শুধুমাত্র একটা দিন নিজেদের মতো করে ফিরে পেতে। ধুলো জমা ব্যাঞ্চগুলো থেকে ধুলো মুছে আমরা আবার বসতে চাই আগের মতো। আমরা আবার পুরোনো আমাদের খুঁজে নিতে চাই নতুন আমাদের মাঝে। দু’হাতে জমা সুখের স্মৃতিগুলো আজ আমাদের অনেকদিনের পথের সুপেয় স্মৃতি হয়ে থাকবে। বড় হতে হতে বন্ধুর সংখ্যা কমে, আমারও হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নাই। তবুও আজ যখন স্কুলের সবাই একসাথে তখন নাই কোনো বাঁধা ব্যবধান, আছে নিজেদেরকে একাত্ম করার অনুভূতি।
আর এত সুন্দর আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। আরো বহুবছর ধরে আমরা বন্ধুত্বের বন্ধুর পথে হাঁটতে চাই…”
অনুষ্ঠানের আয়োজক হিসেবে ছিলেন আতাহার, ইফতি, আবিদ, শ্রাবণ, আইয়ুব, মোহন, অমিজিত, রাহাত, শোয়েব, তাহিয়া, ইলা, সুমাইয়াসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button