sliderস্থানীয়

৫১টি পুঁজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন এমপি প্রার্থী আহম্মদ আলী মোল্লা

নাটোর প্রতিনিধি : শারদীয় দূর্গা পুজা উপলক্ষে নাটোর-৪ আসনের বড়াইগ্রাম উপজেলায় অবস্থিত ৫১টি পূজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেছেন আওয়ামীলীগের মনোনয়ণ প্রত্যাশী নাটোর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে তিনি পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান তুলে দেন কমিটির হাতে। প্রতিটি মন্ডপে আগত দর্শনার্থীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করার পর পুনরায় শেখ হাসিনা সরকারকে নৌকা মার্কায় ভোট দিতে আহ্বান জানান।
পরেমন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলেন আমি এই নাটোর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। অনেক ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত হয় সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ রেখে গেছেন, যার দলিল সেটি হচ্ছে সংবিধান।
তিনি সনাতনধর্মালম্বী সবাইকে শারদীয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button