sliderজাতীয়শিরোনাম

৪৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় উদ্ধার ৭০ লাশের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত শনাক্ত হওয়া ৪৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহেল মাহমুদ জানান, পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বেশিরভাগ নিহতের শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে। ডিএনএ টেস্ট ছাড়া লাশ শনাক্ত করা মুশকিল হয়ে পড়েছে। যাদের মরদেহ শনাক্ত হয়নি, তাদের পরিবারকে আগামী রবিবার সকাল ৯টায় মালিবাগ সিআইডি অফিসে রক্তের নমুনা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button