sliderস্থানীয়

৩৮ বছরের পুরনো স্কুল, ক্লাস রুম সংকট বারান্দায় পাঠদান

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলার মজিদ পুর ইউনিয়নের শিবপুর ৬১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ক্লাস রুমের অভাবে পাঠদান চলে বারান্দায়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে ক্লাস রুমের অভাবে ঝরে পরছে কোমলমতি শিশুরা। তাঁরা ইবতেদায়ী, কওমি ও কেজি স্কুলে চলে যাচ্ছে আবার কেউ কেউ পড়াশোনাই করছে না। প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জানান, শিবপুর একটি জনগুরুত্বপূর্ণ এলাকা এখানে জরুরি ভাবে একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণ করা দরকার এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দিতে তিনি অনুরোধ করেন। স্কুলের ডোবা সহ নিচু জমি থাকলেও পরিপূর্ণ ভাবে ভরাট না হওয়ায় খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে প্রায় দেড়শত শিক্ষার্থী। ছয়জন শিক্ষক স্কুলটিতে পাঠদান করাচ্ছে কিন্তু ছোট রুম এবং বারান্দায় গরম, রোদ ও বৃষ্টি এসে শিশুরা কষ্ট পাচ্ছে। ১৭ অক্টোবর উপজেলা শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু নিয়মিত ভিজিটের অংশ হিসেবে সরজমিন পরিদর্শন করেন স্কুলটি। স্কুলের অভরাট মাঠ ভরাট ও নতুন ভবনের জন্য আবেদন করেছে শিক্ষক মন্ডলী, স্থানীয় অভিভাবক ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

Related Articles

Leave a Reply

Back to top button