sliderস্থানীয়

৩১ দফা বাস্তবায়নের লক্ষে ধামরাইয়ে বিএনপির জনসভা

মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গতকাল শুক্রবার বিকেলে ঢাকার ধামরাইয়ের আমতা,বালিয়া ও চৌহাট ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে বালিয়া বাসস্ট্যান্ডের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, খায়রুল হক বেআইনিভাবে তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বাংলাদেশে অশান্তির মূলে ছিল এই রায়।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে বিএনপির বিজয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মুরাদ বলেন, এক যুগের বেশি সময় এই ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিয়েছে। হামলা-মামলার শিকার হয়েছে।
মুরাদ বলেন, ভারতীয় আগ্রাসের কারণে আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত আমাদের সঙ্গে প্রভুর মতো আচরণ করে। তারেক রহমানের নেতৃত্বে ভারতের এসব আগ্রাসনের জবাব দেওয়া হচ্ছে।

ধামরাই উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসিফুর রহমান খান মিলনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমএ জলিল, সাবেক সহ-সভাপতি আনছার আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার আইয়ুব,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
আবু তাহের মুকুট, ঢাকা জেলা মহিলাদলের আহবায়ক সাবিনা ইয়াসমিন,উপজেলা শ্রমিকদলের সভাপতি হাজী লোকমান দেওয়ান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ প্রমূখ।

জনসভায় উপস্থিত হাজার হাজার নেতাকর্মীরা ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০(ধামরাই) আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে দেখতে চেয়ে শ্লোগানে
শ্লোগানে মুখরিত করে তোলেন।

Related Articles

Leave a Reply

Back to top button